× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পা মচকালেন বাইডেন ট্রাম্পের সহানুভূতি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ডিসেম্বর ১, ২০২০, মঙ্গলবার, ৭:৫৮ পূর্বাহ্ন

নিজের পোষা কুকুর ‘মেজার’-এর সঙ্গে খেলতে খেলতে বিরাট এক বিপদ বাঁধিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। খেলার এক ফাঁকে হঠাৎ পা পিছলে যায় তার। এতেই ডান পায়ের পাতায় বা গোড়ালিতে ‘ফ্যাকচার’ দেখা দিয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শ- কয়েক সপ্তাহ তাকে বুট পরে থাকতে হবে। অন্যদিকে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তার সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক টুইটে তিনি লিখেছেন, ‘গেট ওয়েল সুন’। এ খবর দিয়েছে অনলাইন গার্র্ডিয়ান। এতে বলা হয়, ঘটনাটি ঘটে শনিবার।
এদিন নিজের পোষা কুকুর জার্মান শেপার্ড জাতের ‘মেজর’কে সঙ্গে নিয়ে তিনি খেলছিলেন। কিন্তু পা পিছলে গিয়ে তার ডান পায়ে ফ্রাকচার দেখা দেয়। এই ক্ষত ধরা পড়ে রোববার স্ক্যানে। তার অফিস থেকে বলা হয়েছে, শনিবার এ ঘটনা ঘটার পর রোববার বিকালে তিনি নিজের রাজ্য দেলাওয়ারে নিওয়ার্কে একজন অর্থোপেডিক্সের কাছে যান। তার ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনর এক বিবৃতিতে বলেছেন, প্রথমে এক্স-রে’তে স্পষ্ট কোনো ফ্রাকচার ধরা পড়েনি। কিন্তু মেডিকেল স্টাফরা তার আরো সিটি স্ক্যান করার পরামর্শ দেন। পরে সিটি স্ক্যানে ধরা পড়ে তার ডান পায়ের মাঝে দু’টি ছোট্ট হাড়ে সামান্য চিড় ধরেছে। ও’কনর আরো বলেছেন, এ কারণে জো বাইডেনকে কয়েক সপ্তাহ বুট পরে থাকতে হতে পারে।

উল্লেখ্য, বয়স্ক মানুষের জন্য হাড় ভাঙা বা হাড়ে ক্ষয় একটি উদ্বেগের বিষয়। সেক্ষেত্রে জো বাইডেনের বয়স ৭৮ বছর। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বয়স বলা যায় এটাকে। কিন্তু তার চিকিৎসক যে ত্রুটির কথা বলেছেন তা হালকা। এর ফলে যে চিকিৎসার কথা তিনি বলেছেন, তাতে সুস্থ হয়ে উঠতে পারেন জো বাইডেন। আগামী ২০শে জানুয়ারি তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন। এ সময়ে ৭৮ বছর বয়সী জো বাইডেনই হবেন প্রথম সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।

ওদিকে বাইডেনকে রোববার যে চিকিৎসকের অফিসে চিকিৎসা দেয়া হয়েছে, সেখানে প্রবেশ করার জন্য সাংবাদিকরা একের পর এক অনুরোধ করতে থাকেন। কিন্তু তাদেরকে সেখানে প্রবেশের কোনো অনুমোদন দেয়া হয়নি। ডাক্তারের ক্লিনিক থেকে জো বাইডেনকে যখন সিটি স্ক্যানের জন্য নেয়া হয়, তখন তাকে কিছুটা খোঁড়াতে দেখা যায়। যদিও তিনি এ সময় ক্র্যাচ বা অন্যের সহায়তা ছাড়াই হাঁটতে পারছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন একটি কুকুর পোষা শুরু করেন। এর নাম রাখেন মেজর। এ ছাড়া ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম তারা একটি কুকুর পোষা শুরু করেন। এর নাম রাখা হয় চ্যাম্প। জো বাইডেন এবং জিল বাইডেন বলেছেন, এই দু’টি কুকুরকেই তারা তাদের সঙ্গে হোয়াইট হাউসে নিয়ে যেতে চান। সঙ্গে থাকবে একটি পোষা বিড়াল।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর