× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

বাংলারজমিন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে গতকাল রাতের কোনো এক সময় দুইশত থাইঅন লেবু ও শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সরজমিন থেকে জানা যায়, উপজেলা সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তার ৩৫ শতাংশ জমিতে উন্নতমানের থাইঅন লেবু গাছের বাগান করেছিলেন। ওই বাগান থেকে দেড়শত ফলন্ত লেবু গাছ ও ৫০টি ধরন্ত শিমগাছ গতকাল রাতে কোনো এক সময় কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই ব্যাংক কর্মকর্তা বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫-৬টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া চলতি ওই গাছ থেকে আরো লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের আইলে শিম গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আরো ৫০টি শিম গাছ কেটে ফেলে  দুর্বৃত্তরা। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল।
প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তি কামনা করছি। থানার উপ-পরিদর্শক (এস আই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর