× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিকে কার্ড দেখিয়ে অনুশোচনায় পুড়ছেন রেফারি

খেলা

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফিফা নিয়ম ভেঙেছেন লিওনেল মেসি। জার্সি খুলে গোল উদযাপন করে দেখেছেন হলুদ কার্ড। তবে মেসিকে হলুদ কার্ড দেখিয়ে অনুশোচনায় পুড়ছেন রেফারি আন্তোনিও মাতিউ।
গত রোববার স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে ৪-০ গোলের বড় জয় কুড়ায় বার্সেলোনা। কাতালান জায়ান্টদের হয়ে চতুর্থ গোলটি করেন মেসি। গোলের পরই জার্সি খুলে ফেলেন তিনি। বেরিয়ে আসে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি। যে জার্সি গায়ে ম্যারাডোনাকে বাল্যকালে খেলতে দেখেছিলেন মেসি।
কিন্তু মেসির আবেগের চেয়ে ফিফার আইনকেই বড় করে দেখেন রেফারি আন্তোনিও। তবে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি যখন হলুদ কার্ডটি বের করার জন্য পকেটে হাত দিয়েছি, আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমার মনে হয় ফিফার এই নিয়মটার (জার্সি খুললে হলুদ কার্ড) ব্যতিক্রম নিয়ম তৈরি করা উচিত। যখন কেউ কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন (ব্ল্যাক লাইভস মেটার) সমর্থন করে কিংবা কেউ কোনো কিংবদন্তিকে সম্মান জানায়, তখন ফিফার উচিৎ এটি ক্ষমা করে দেয়া। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। নিয়ম ভঙ্গ করায় হৃদয়ভাঙা কষ্ট নিয়েই আমি কার্ডটি দেখাতে বাধ্য হয়েছি। ম্যারাডোনা একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। আমি আশা করব লা লিগা অথবা ফিফা মেসির এই হলুদ কার্ডটি প্রত্যাহার করে নেবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর