× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাংলারজমিন

নাটোর প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২০, বুধবার

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের  খোকন মুন্সির ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ফাতেমা আত্মহত্যা করেছে বলে তার ভায়রার মাধ্যমে শ্বশুর বাড়িতে খবর পাঠায়। ফাতেমা খাতুন সিরাজগঞ্জ জেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের মেয়ে।
এ ঘটনায় ফাতেমার বোন আকলিমা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিরুল ইসলাম তদন্ত শেষে রুবেলকে অভিযুক্ত করে একজনের নামে আদালতে চার্জশিট প্রদান করেন।
আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মামলার আলামতসমূহ বিশ্লেষণ শেষে ঘটনাটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১১-এর ক ধারা  মোতাবেক রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান ও এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। মামলার রায়ের ১ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে ফাতেমার স্বজনদের প্রদানের নির্দেশও  দেন বিচারক। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
রায় প্রদানকালে সরকার পক্ষের  কৌঁসুলি, বাদী ও আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে রুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর