× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানইউ-পিএসজি মহারণ আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২০, বুধবার

সময় ভালো কাটছে না প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ২ জয় দেখেছে তারা। এমন পরিস্থিতিতে আজ উয়েফা চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ ষোলোর টিকিট পেতে এ ম্যাচে জয় প্রয়োজন গতবারের রানার্সআপদের। আর পিএসজির তারকা ফুটবলার নেইমার মনে করেন, স্বাগতিক ম্যানইউকে হারাতে সেরাটাই খেলতে হবে তাদের।

গত শনিবার ফরাসি লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে গোল করেও দলকে জেতাতে পারেননি নেইমার। ম্যাচটি ২-২ গোলে ড্র করে পিএসজি। খেলা শেষে নেইমার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা যদি নিজেদের খেলার উন্নতি না করি তাহলে ফরাসি লীগ তো বটেই চ্যাম্পিয়নস লীগও কঠিন হয়ে যাবে। আমরা বুধবারের (আজ) ম্যাচের গুরুত্ব জানি।
লাইপজিগের বিপক্ষে আগের ম্যাচে যদিও জিতেছি কিন্তু ভালো খেলতে পারিনি। বুধবার আমাদের সেরাটা খেলার চেষ্টা করতে হবে। দলগত পারফরম্যান্স বেশি জরুরি। অন্যথায় ম্যাচটা খুব কঠিন হয়ে যাবে।’ ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লীগের ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আরবি লাইপজিগ। অন্য ম্যাচে যারা মুখোমুখি হবে তুলনামূলক কম শক্তিধর দল ইস্তাম্বুল বাসাকসেহিরের। ৩ পয়েন্ট নিয়ে ইস্তাম্বুলের অবস্থান সবার নিচে। আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানইউ। পিএসজিকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ইংলিশ জায়ান্টদের। গত অক্টোবরে প্রথম দেখায় প্যারিসে ২-১ গোলে জিতেছিল তারা। সব প্রতিযোগিতায় ম্যানইউ শেষ ৪ ম্যাচেই জয় দেখেছে। ঘরের মাঠে তাই পিএসজিকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ওলে গানার সুলশারের দল। যদিও মূল দলের ক’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট সমস্যায় ভুগছেন। ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল, মিডফিল্ডার পল পগবা, নাম্বার ওয়ান গোলরক্ষক ডেভিড ডি গেয়া ও ডিফেন্ডার আলেক্স তেল্লেসের খেলা নিয়ে শঙ্কা আছে। চোট সমস্যা আছে পিএসজিরও। ইনজুরিতে ছিটকে গেছেন মাউরি ইকার্দি ও পাবলো সারাবিয়া।

অন্যদিকে ‘জি’ গ্রুপে বার্সেলোনা লড়বে স্বাগতিক ফেরেঞ্চভারোসের সঙ্গে। ইতিমধ্যেই শেষ ষোলোর টিকিট কাটা বার্সা এ ম্যাচে জিতলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ৪ ম্যাচের সবকটিতে জয় দেখেছে তারা। বার্সার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসেরও শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। নিজেদের মাঠে আজ ক্রিস্টিয়ানো রোনালদোর দল লড়বে ডাইনামো কিয়েভের বিপক্ষে।

শেষ ষোলো নিশ্চিত করার পর এবার ‘ই’ গ্রুপের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে নামবে চেলসি-সেভিয়া। ৪ ম্যাচে উভয় দলেরই সংগ্রহ সমান ১০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে চেলসি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর