× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

খেলা

স্পোর্টস রিপোর্টার
২ ডিসেম্বর ২০২০, বুধবার

দুই ম্যাচ বাকি থাকতেই ট্রিকোটেক্স নারী ফুটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডকে ১৫-০ গোলে বিধ্বস্ত করে আগমনে শিরোপা জেতে ক্লাবটি। দলের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন ও স্ট্রাইকার কৃষ্ণা রানী। জোড়া গোল করেছেন শিউলী। একবার করে গোল করেন আঁখি খাতুন, মনিকা চাকমা, মাসুরা ও শামসুন্নাহার। এ জয়ে দুই ম্যাচ বাকী থাকতেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে কিংস গোল হজম করেছে মাত্র একটি। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৯২ বার।

দিনের অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে ৩-১ গোলে হারিয়েছে এফসি উত্তর বঙ্গ। উত্তরের দলটির হয়ে গোল পেয়েছেন সুলতানা, জয়নব ও নুসরাত। সিলেট এফসির হয়ে একমাত্র গোলটি এসেছে সালমার কাছ থেকে। এ জয়ে নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে উত্তর বঙ্গ। ৯ ম্যাচে ৮ হারে সিলেট এফসি আছে পয়েন্ট টেবিলের তলানিতে। আর ২১ পয়েন্ট নিয়ে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি আছে দুই নম্বরে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর