× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় আরো ৩৮ জনের মৃত্যু

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭১৩ জনে। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৭২টি। এখন পর্যন্ত মোট ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।
সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং  মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৫ হাজার ১৪১ জন এবং নারী ১ হাজার ৫৭২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং বাসায় ১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৯৯২ জন, ছাড়া পেয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ৭৮৩ জন। ছাড়া পেয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৭৪৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৮৭ জন। ছাড়া পেয়েছেন ২১৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯১ হাজার ৬৯৩ জন। ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ৭৯২ জন।  এখন আইসোলেশনে আছেন ১২ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৪২ হাজার ৫৪১টি এবং মোট ফোনকল এসেছে ২ কোটি ৩০ লাখ ৫১ হাজার ২১৩টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর