× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউরোপা লীগে খেলার জন্য পিএসজিতে আসিনি: নেইমার

খেলা

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেলে চ্যাম্পিয়নস লীগের পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে যেত পিএসজির। খেলতে হতো ইউরোপা লীগে। বুধবার রাতে ম্যানইউকে ৩-১ গোলে হারিয়ে বেঁচে রয়েছে পিএসজির আশা। ওল্ড ট্র্যাফোর্ডে দশ জনের ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছেন নেইমার। ম্যাচ জিতিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার জানালেন, বার্সেলোনা ছেড়ে তিনি পিএসজিতে নাম লিখিয়েছেন ইউরোপা লীগে খেলার জন্য নয়।

ফরাসি লিগ ওয়ানে আগের ম্যাচেই হোঁচট খেয়েছে পিএসজি। ওল্ড ট্র্যাফোর্ডে টমাস টুখেলের দল নেমেছিল কঠিন পরীক্ষা দিতে। দারুণ জয়ে সেই পরীক্ষায় পাস ফরাসি চ্যাম্পিয়নরা। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার পিএসজিতে নাম লিখিয়েছেন।
ব্রাজিলিয়ান সুপারস্টারের স্বপ্ন পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লীগ জেতা। গত আসরে ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নপূরণ হয়নি। বুধবার রাতে জোড়া গোলে পিএসজির পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখা নেইমার ম্যাচ শেষে বলেন, ‘আমি কখনই চাইনি ইউরোপা লীগে খেলতে। খারাপ সময়েও নিজের লক্ষ্যে স্থির থেকেছি। কঠিন সময়ে দায়িত্ব নিয়ে খেলার তাগিদ অনুভব করেছি। আমি এখানে (পিএসজি) ইউরোপা লীগে খেলার জন্য আসিনি।’

গত অক্টোবরে ঘরের মাঠে ইউনাইটেডের কাছে হারে পিএসজি। ওল্ড ট্র্যাফোর্ডে ষষ্ঠ মিনিটেই নেইমারের গোলে লিড নেয় সফরকারীরা। ২১তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে বিবাদে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ইউনাইটেড মিডফিল্ডর ফ্রেদ। ৩২তম মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে ম্যানইউ। ৬৯ মিনিটে মার্কুইনহোসের গোলে আবারো এগিয়ে যায় পিএসজি।

৭০ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে দশ জনের দলে পরিণত রেড ডেভিলরা। আন্দের হেরেরাকে স্লাইড ট্যাকল করলেও বলে পা লাগান ফ্রেদ। তবুও রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। একজন কম নিয়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি ম্যানইউ। ম্যাচের যোগ করা সময়ে জোড়া গোল পূরণ করেন নেইমার।

‘এইচ’ গ্রুপে পাঁচ ম্যাচ খেলে সমান ৯ পয়েন্ট ম্যানইউ, পিএসজি ও লাইপজিগের। গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে ইউনাইটেড। দুইয়ে পিএসজি। আগামী বুধবার ইস্তানবুল বাসাকসেহিরকে আতিথ্য দেবে পিএসজি। ইউনাইটেড খেলতে যাবে গত আসরের সেমিফাইনালিস্ট লাইপজিগের মাঠে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর