× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাট-বল দুটোতেই হতাশ তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
৫ ডিসেম্বর ২০২০, শনিবার

বিসিবি প্রেসিডেন্টস কাপে ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ২১৪ রান করেন ইরফান শুক্কুর। ওই ওয়ানডে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফরচুন বরিশালের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ ইরফান। ৫ ম্যাচে করেছেন সাকুল্যে ৩৫ রান। টুর্নামেন্টে বাজে সময় পার করছেন ফরচুন বরিশালের আরেক ব্যাটসম্যান আফিফ হোসেনও। প্রেসিডেন্টস কাপে ৫ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে করেছিলেন ১৫৭ রান। কিন্তু চলমান টুর্নামেন্টে আফিফ করেছেন মোটে ২৯ রান। গতকাল জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে আশা জাগিয়েও শেষে বড় হার দেখে ফরচুন বরিশাল।
আর হার শেষে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘হ্যাঁ, এটা সর্বশেষ পাঁচ ম্যাচেই ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি।’ তামিম বলেন, ‘আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে তাদের খুব ভালো খেলতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’
খুলনার বিপক্ষে হারের জন্য বোলারদের দুষছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। খুলনাকে ওয়াইড থেকে ১৬ রান দেন ফরচুন বোলাররা। তামিম বলেন, ‘দেখুন এভাবে হারাটা কখনই ভালো কোনো অনুভূতি না। আমি মনে করি বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। দেখুন এমনিতে ১৩ রান দেয়াটা ভালো কিছু নয়। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদেরকে ১৫০ এর নিচে আটকে দেয়া গেলে আমাদের সুযোগ থাকতো।’
তামিম বলেন, ‘আমাদের লক্ষ্য ঠিক ছিল প্রথম ছয় ওভার পর্যন্ত কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। এটা আসলে দুর্ভাগ্যজনক। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধুমাত্র দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর