× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কমোডর সৈয়দ আরিফুল ইসলামের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন

অনলাইন ডেস্ক
(৩ বছর আগে) ডিসেম্বর ৫, ২০২০, শনিবার, ৭:২২ অপরাহ্ন

মেরিটাইম সেফটি এ্যাডমিনিস্ট্রেশন এর উপর কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এর লেখা ও নটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশ শাখা প্রকাশিত Maritime And Riverine Insight: Bangladesh - গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সম্মানীত ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মুহাম্মদ খালেদ ইকবাল,এনবিপি, বিএসপি,এনডিসি,পিএসসি। এছাড়াও নটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশ শাখার চেয়ারম্যান ক্যাপ্টেন ইনতেখাব আহমদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বইটিতে মোট ১৫টি বিষয়ে অন্তর্ভুক্ত আছে। এই সকল বিষয় নিতান্তই প্রফেশনাল এবং মেরিটাইম সেফটি এ্যাডমিনিস্ট্রেশনের দৈনন্দিন কার্যাদি পরিচালনার বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছে। যেমন International Organi“ation (IMO) এর সাথে বাংলাদেশের সম্পর্ক, পোর্ট স্টেট কন্ট্রোল, ফ্ল্যাগ স্টেট কন্ট্রোলসহ আইএমও কর্তৃক প্রণীত যে সকল কনভেনশন বাংলাদেশ অনুসমর্থন করেছে সে সকল বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। অপরদিকে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিষয়াদিও সংক্ষিপ্ত ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া অভ্যন্তরীণ নৌযান চলাচলের বিষয়ে প্রশিক্ষনের গুরুত্বপূর্ণ বিষয়াদিও স্থান পেয়েছে। আন্তর্জাতিক নৌ অঙ্গনের বাংলাদেশী সীফেয়ারদের চাকুলী সংক্রান্ত বিষয়াদী এবং তাদের প্রশিক্ষণের উল্লেখযোগ্য দিকসমূহ উপস্থাপন করা হয়েছে। প্রকাশনা উৎসবে উপস্থিত বক্তাগণ বলেন, কমোডর (অব,) সৈয়দ আরিফুল ইসলাম দীর্ঘ দিন নৌপরিবহন সেক্টরের সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৭ সালের ১৭ই জানুয়ারি থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দক্ষতা, যোগ্যতা ও সততার সথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতার আলোকে তিনি যে গ্রন্থ রচনা করেছেন,তা নিঃসন্দেহে যুগ যুগ ধরে নৌপরিবহন সেক্টরের জন্য গাইডবই হিসেবে ব্যবহৃত হবে। এটি একটি মাইলফলন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, কমোডর সৈয়দ আরিফুল ইসলাম ১৭ জানুয়ারী ২০১৭ হতে আগস্ট ২০২০ পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর