বাংলারজমিন
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর শ্রেষ্ঠ পাঠক ওসমানীনগরের আঁখি
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
২০২০-১২-০৬
সিলেটের ওসমানীনগরের সঞ্চিতা দাশ আঁখি জাতির জনক বঙ্গবন্ধুর লেখা অসামপ্ত আত্মজীবনীর শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছে। সে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ইনোভেটর বই পড়া উৎসবে পাঠক হিসেবে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মুক্তিযোদ্ধের ১১টি সেক্টরের কথা মাথায় রেখে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে সেরা পাঠক হিসেবে ১১ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। গত শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।