× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা  কথকতা         /মাঠে নেমে অর্ধশত রান  করার  দিনই মাদ্রাজ হাইকোর্টের নোটিশ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা   
(৩ বছর আগে) ডিসেম্বর ২৪, ২০২০, বৃহস্পতিবার, ১০:২৯ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সভার আগের দিন এক প্রদর্শনী ম্যাচে ৩৭  বলে ৫৩ রান করে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়  বুঝিয়ে দিলেন তার বাটে এখনও মরচে পড়েনি।  ম্যাচটিতে বোর্ড সচিব অমিত শাহ পুত্র জয় শাহ একাদশের কাছে হেরে মন খারাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  সেই মন খারাপ দশগুন  বাড়িয়ে দিলো কলকাতার বাড়িতে আসা মাদ্রাজ হাইকোর্টের একটি চিঠি।  মাদ্রাজ হাইকোর্ট নোটিশ জারি করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়,  বিরাট কোহলি,  অভিনেতা রানা ডুগ্গুবতি ও তামান্না ভাটিয়াকে টিভিতে অনলাইন গেম এর বিজ্ঞাপন করার জন্য।  মাদ্রাজ হাইকোর্ট অনলাইন গেমকে একধরণের  জুয়া বলেই  সাবস্ত্য করেছে।  মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পাঠানো নোটিশের জবাব অবিলম্বে দিতে নির্দেশ দেয়া হয়েছে।  মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন  টিভিতে দেখানো বিজ্ঞাপনে  অশ্লীল কনটেন্ট থাকলে তা  না দেখানোর নির্দেশ জারি করার কথা বলেছে।  এছাড়াও নিউজ চ্যানেলগুলোর যা ইচ্ছা তাই দেখানোর অধিকার খর্ব করার কথা জানিয়েছে।  সম্প্রতি মাদুরাইতে এক কিশোরী খুনের কাহিনী একটি চ্যানেল এমনভাবে দেখায় যা  খুনিদের উৎসাহিত করবে।  মাদ্রাজ হাইকোর্ট টিভি  কনটেন্ট এর ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ চেয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর