× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শুভেন্দুর সভায় কাঁথিতে জনপ্লাবন / 'আমি আর দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে ৩৫ আসন দেব' (ভিডিও)

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা 
(৩ বছর আগে) ডিসেম্বর ২৪, ২০২০, বৃহস্পতিবার, ৭:৪৯ অপরাহ্ন

জনপ্লাবন নাকি জনবিস্ফোরণ! একে কি বলা যাবে?   কাঁথিতে বিজেপির প্রথম রোড শো আর জনসভায় যে পরিমাণ ভিড় হলো তা  শহরটিকে অচল করার পক্ষে যথেষ্ট ছিলো। বুধবার তৃণমূল কংগ্রেসের জনসভার প্রায় দ্বিগুণ ভিড় হয়েছিলো বিজেপির জনসভায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিলেন, কাঁথির মুকুটহীন সম্রাট তিনিই।  এদিন শহরের মেচেদা রূপশ্রী মোড় থেকে পদযাত্রা ছিলো কাঁথি বাসস্ট্যান্ড পর্যন্ত।  পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পদযাত্রার  সময় লাগে দু'ঘণ্টারও  বেশি।  মিছিলে শুভেন্দুর সঙ্গে পা মেলান দুই বিজেপি নেতা সৌমিত্র খাঁ ও শঙ্কুদেব পন্ডা।  মিছিলে ছিলো ঢাকঢোল,  তাসা,  ব্যান্ডপার্টি। কাঁথি বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে তিলধারনের জায়গা ছিলো না।  সভা থেকে শুভেন্দু বলেন,  ফিরহাদ হাকিম অম্ফানের সময় নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন।  দশদিন কলকাতাবাসী  জল,  বিদ্যুৎ পায়নি। 

উনি মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলেন।  ওনার কথা যত কম বলা যায় ততই ভালো।  সৌগত রায় সম্পর্কে শুভেন্দু বলেন,  উনি রিগিং করে ভোটে জেতেন।  ইন্দিরা গান্ধী,  মমতা বন্দোপাধ্যায়কে কুকথা বলতে ছাড়েননি অতীতে।  অভিষেক বন্দোপাধ্যায় সম্পর্কে শুভেন্দুর  বক্তব্য,  আমি ফিরহাদ হাকিমের জামাই বা সৌগত রায়ের দাদা সম্পর্কে কোনও কথা বলিনি।  আমি তোলাবাজ,  গরুচোর,  বালি চোর,  কয়লাচোর ভাইপোর কথা বলেছি।  তিনি বলেন,  আসন্ন নির্বাচনে বিজেপি দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।  তিনি ও দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে ৩৫টি  আসন বিজেপিকে দেবেন বলেও শুভেন্দু জানান।        

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর