দাঙ্গা, বিস্ফোরণ, ছাব্বিশ/এগারো বহু নারকীয় ঘটনার সাক্ষী হয়ে রয়েছে মুম্বাই। এই তালিকায় সংযোজিত হল আর একটি নৃশংস ঘটনা। এক তরুণী পরিচারিকাকে ধর্ষণ করার পর চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। অচৈতন্য তরুণীটিকে ভাসি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের জে জে হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে তরুণীটি। ভাসি ক্রিক ব্রিজের কাছে রেললাইনের ধারে অচৈতন্য তরুণীর দেহ উদ্ধার করে টহলদারি পুলিশ। ভাসি মিউনিসিপাল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তরুণীটিকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলার আগে যৌন নিগ্রহ করা হয়। পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
স্টেশনের সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মুম্বাই পুলিশ ম্যান হান্টিং শুরু করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
Shafiur Rahman
২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ২:০০India is a heaven for Rape.Even the foreign visitors they do not care.How dare they are.Too much corruption.