× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তরুণ প্রজন্মের ভোটারদের কাছে টানতে মমতা বন্দোপাধ্যায়ের নতুন উদ্যোগ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ডিসেম্বর ২৬, ২০২০, শনিবার, ১০:০৯ পূর্বাহ্ন

নতুন প্রজন্মের ভোটারদের কাছে টানতে এবার নতুন পরিকল্পনা হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।  একদম কমবয়স্ক ভোটারদের মন জয় করতে তিনি পেশাদার রাজনীতিবিদদের ছেড়ে ঝুঁকলেন প্রতিষ্ঠিত তারকাদের দিকে। অল্পদিনের মধ্যেই ভোটারদের দুয়ারে দেখা যাবে তৃণমূলের প্রতিষ্ঠিত তারকাদের। এদের মধ্যে থাকছেন রুপালি পর্দার অভিনেতা-অভিনেত্রী সাংসদ দেব, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, নুসরাত জাহান, ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায়,   ইনভেস্টর ব্যাংকার মহুয়া মৈত্র, কুইজমাস্টার ও বিজ্ঞাপন কর্মী ডেরেক ওব্রায়েন, নাট্যকার মন্ত্রী ব্রাত্য বসু এবং ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এরা বিভিন্ন বিধানসভার নির্বাচিত এলাকায় গিয়ে তরুণ প্রজন্মের মুখোমুখি হবেন। তাদের নানা প্রশ্নের জবাব দেবেন। মমতা সরকারের কার্যকারিতা ও বিজেপির বিপজ্জনক দিক নিয়ে বক্তব্য রাখবেন। শুধু কলকাতা নয়, এরা ছড়িয়ে পড়বেন জেলা শহরগুলিতেও। অভিনব এই প্রচার শুরু হবে নতুন বছরের শুরুতেই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর