× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বড়দিনের রাতে লাগামছাড়া মাস্কবিহীন কলকাতা, উদ্বিগ্ন চিকিৎসকরা

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ডিসেম্বর ২৬, ২০২০, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন
ফাইল ফটো

কোথায় করোনা ভীতি? বড়দিনে রাতভর উদ্দাম উল্লাসে পার্টি চললো কলকাতায়। পানশালাগুলিতে মদের ফোয়ারা,  মাস্কবিহীন মানুষের আনাগোনা রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয়। সব মিলিয়ে বড়দিনের মধ্যরাত পর্যন্ত কলকাতা মেতেছিল লাগামছাড়া উদ্দাম উল্লাসে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, গঙ্গার ধারে প্রচুর মাস্কবিহীন মানুষ দেখা গেছে। রাতের পার্কস্ট্রিট ছিল আরও বল্গাহীন। উদ্বিগ্ন চিকিৎসকরা বলছেন, নতুন করে করোনা ছড়িয়ে পড়ার  আশংকা থেকেই গেল। পার্ক স্ট্রিটের বহু রেস্তোরাঁর বোর্ডে ঝুলছিল -নো এন্ট্রি উইদাউট মাস্ক, কিন্তু সেটা নোটিশ বোর্ডেই সীমাবদ্ধ। বহু মানুষকে দেখা যায় রেস্তোরাঁয় ঢোকার লাইনে বিনা মাস্ক-এ দাঁড়িয়ে আছেন।
একজনতো বলেই দিলেন, মাস্কটা কোনও জায়গায় ঢোকার পাসপোর্ট। ভিতরে ঢুকে খুলে ফেললেই হল। আর একজনের বক্তব্য, বাঙালি আর কবে মাস্ক পরে উৎসব পালন করেছে?  রেস্তোরাঁ, পানশালায় না দেখা গেছে মাস্ক, না সামাজিক দূরত্ব।  চিকিৎসক মহল মনে করছেন, ৩১ ডিসেম্বর বর্ষ শেষের রাতে নাইট কারফিউ জারি না করলে সমূহ বিপদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর