কলকাতা কথকতা
জমাট বরফ গলল, বিধানসভা ভোটে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের দায়িত্ব
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১২-২৮
অবশেষে জমাট বাঁধা বরফ গলল। আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার প্রাক্তন মেয়র ও তৃণমূলত্যাগী শোভন চট্টোপাধ্যায়কে বড় দায়িত্ব দিল বিজেপি। বিধানসভা দখলের লড়াইয়ে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির আহবায়ক দেবজিৎ সরকার। সহ আহ্বায়কের দায়িত্বে শোভন বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায় ও শঙ্কুদেব পন্ডা। কলকাতা জোনে আছে কলকাতার ১১টি, দমদমের ৭টি ও দক্ষিণ চব্বিশ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্র। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে থাকাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে ছিলেন। দুহাজার ষোলো'র নির্বাচনে একত্রিশটি'র মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় ২৯টি বিধানসভায় জয় পেয়েছিল তৃণমূল। বিজেপি কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিই এ ক্ষেত্রে নিল বলে মনে করা হচ্ছে।