কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১২-২৮
বিশ্বভারতীর সঙ্গে তাঁর সম্পর্ক যে প্রায় আদায় কাঁচকলায় তা বোঝা গেল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে পা দিতেই। সন্ধ্যায় প্রশাসনিক বৈঠকে তিনি ঘোষণা করলেন বিশ্বভারতীকে তিন বছর আগে দেওয়া রাস্তা ফিরিয়ে নেওয়ার। বিশ্বভারতীর কাছ থেকে রাস্তাটি নিয়ে তিনি পূর্ত দপ্তরের হাতে দেওয়ার ফাইলে যে সই করে এসেছেন সেই কথাও জানান তিনি। উল্লেখযোগ্য তিন বছর আগে বিশ্বভারতীর কাঁচমন্দির থেকে কালীসায়র পর্যন্ত রাস্তাটি তিনি বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছিলেন। যদিও, কারণ দেখানো হয়েছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাত্রা সুগম করা, কিন্তু বাস্তবে বিশ্বভারতীর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এবং সম্প্রতি বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনখর আমন্ত্রণ পেলেও মমতা না আমন্ত্রিত হওয়ার বিষয়টিও আছে। উল্লেখযোগ্য, ফিরিয়ে নেওয়া রাস্তার ধরেই অমর্ত্য সেনের প্রতীচী বাড়িটি। মমতা এই প্রতীচী বাড়িটি নিয়ে সংবেদনশীলতার পরিচয় দেওয়ায় অমর্ত্য সেন একটি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।