দেশ বিদেশ

চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করাসহ ৩ দফা দাবিতে রংপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২০২০-১২-৩০

 রংপুরের একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিলসহ ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, পিছিয়ে পড়া রংপুর বিভাগে শিল্প কল-কারখানা নেই বললেই চলে। শ্যামপুর সুগার মিল রংপুরের একটিমাত্র ভারী শিল্প। এর সাথে শত শত শ্রমিক, কর্মচারী, হাজার হাজার আখচাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লক্ষ পরিবার চিনিকলের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। অথচ যখন যে সরকার এসেছে এই চিনিকল বন্ধের পায়তারায় লিপ্ত হয়েছে। চিনিকলের অসাধু কর্মকর্তারা দূর্নীতি করে চিনিকলকে লোকসানের খাতায় অন্তর্ভুক্ত করেছে।
তারা  শ্যামপুর সুগারমিলসহ রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা, আখ চাষীদের আখ লাভজনক দামে কেনা, চিনিকলের কৃত্রিম লোকসানের সাথে যুক্ত দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানান এবং চিনি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের জেলা আহবায়ক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ নেতা আনোয়ার হোসেন বাবলু, আরেফিন তিতুসহ অন্যরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status