অনার্স মাস্টার্স কোর্স যদি বাদ দেয়া হবে চালু করা হয়েছিল কেন? অনার্স করে ছাত্র ছাত্রী বেকার হচ্ছে আর ডিগ্রি করে কি ক্যাডার তৈরি হচ্ছে?? যদি বাদ দেয়া হয় তবে এতো ছাত্র ছাত্রী (৪/৫ লক্ষ) এদের কি হবে?? এখানে ১/২/৩/৪ বিভিন্ন বর্ষের ছাত্র ছাত্রী আছে তাদের কি হবে?? এদের সবাইকে কি সরকার অটো পাশ দিয়ে দিবে?? আবার এতো শিক্ষক (৫/৬ হাজার) তাঁদের কি হবে?? তাঁরা এ বয়সে পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবে?? সরকার যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সরকারকে বলবো ৬ হাজার পরিবারকে আগে ধ্বংস / হত্যা করে অথবা তাদের কর্মসংস্থান করে তারপর এমন সিদ্ধান্ত নিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শিক্ষকের বেতন সরকার দিবে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স শিক্ষকের বেতন সরকার দিবে না তা কি করে হয়?? দুটিই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তাহলে একজন বেতন পাবে আরেকজন পাবে না কেন?? এ কেমন বৈষম্য.....???
এ মানহীন বেকার সৃষ্টির কারখানা গুলোর বিষয়ে আরও আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।তবে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ততই মঙ্গল।
সময়োপযোগী সিদ্ধান্ত। বাস্তবায়ন চাই।
শিক্ষা মন্ত্রীর মতের সাথে আমি একমত ।কারণ এসব কলেজে অনার্স ও মাস্টার্স এর জন্য কোন মান সম্পন্ন শিক্ষক নেই এমনকী পর্যাপ্ত কোন অবকাঠামোও নেই ।এসব করাও সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি বেসরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স ক্লাস তুলে দেওয়া যায় ততই মঙ্গল ।
কারিগরি শিক্ষা অত্যন্ত প্রয়োজন । দেশে ও বিদেশে এর চাহিদা ও মূল্য আছে। আমাদের দেশের যুব সমাজ এখনও বিদেশমুখি। কারিগরি শিক্ষা থাকলে বিদেশে এর প্রয়োগ করে সহজ পরিশ্রমে বেশী আয়ের সুযোগ পাবে। দেশে ও প্রায়ই দেখি হাসপাতালে অনেক যন্ত্র মেরামতের অভাবে অকেজো পড়ে আছে। আমার ধারণা কারিগরের স্বল্পতা দায়ী । টেকনিক্যাল শিক্ষা থাকলে চাকরি না থাকলেও বেকার থাকবে না শিক্ষিত যুবক। দেশের উন্নতির সঙ্গে চাহিদাও বাড়বে কারিগরি শিক্ষিতদের। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ।
কারিগরী শিক্ষা চালু করা অত্যন্ত ভাল উদ্দ্যোগ কিন্তু অনার্স কোর্স বন্ধ করা সমীচিন নয়।কারন এখনো জেলা পর্যায়ের সরকারী কলেজগুলোতে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢের ভাল লেখাপড়া হয়। এগুলোতে ডিপামেন্ট ছাড়াও কেন্দ্রিয় লাইব্রেরীগুলি ভাল বই নিয়ে সমৃদ্ধ। এ সমস্ত কলেজে পিএইচডি ধারি শিক্ষকদের ভাল বেতনে নিয়োগ দিন। অনার্স কোর্সের ছাত্রদের বেতন একটু বড়িয়ে হলেও কার্যক্রমটি চালু রাখুন।
Shahid
৬ জানুয়ারি ২০২১, বুধবার, ৭:৪১বেসরকারি কলেজে অনার্স কোর্স ফ্যাক্টর না। ফ্যাক্টর আপনাদের অতি বাড়াবাড়ি মুলক পাঠ্য।