কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বৃটেনের ভাইরাস ঢুকলো কলকাতায়, সরকারিভাবে স্বীকার করলো রাজ্য
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১২-৩০
ফিসফাস, গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। আজ বুধবার সরকারিভাবে স্বীকার করে নেয়া হলো তথ্যটি। কোভিড-এর নতুন যে রূপটি বৃটেনে সর্বনাশ হয়ে দেখা দিয়েছে, সেই কোষ বিভাজিত ভাইরাস কলকাতায় ঢুকেছে। দমদম বিমানবন্দরে বৃটেন থেকে নামা এক তরুণের দেহে এই ভাইরাস মিলেছে। তাকে একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে একদম বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার সঙ্গেই আসা বাকি ছজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ঘটনাচক্রে বৃটেন ভাইরাসের এই বাহক কলকাতা মেডিকেল কলেজের উচ্চপদস্থ কর্মীর পুত্র। উল্লেখ্য, কলকাতায় প্রথম করোনা পজিটিভও ছিল রাজ্য স্বাস্থ্য বিভাগের এক উচ্চপদস্থ মহিলা চিকিৎসকের পুত্র। সেও বৃটেনে করোনার শিকার হয়েছিল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বৃটেন ভাইরাসে আক্রান্ত তরুণটির সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে যেতে নির্দেশ দেয়া হয়েছে।