বেসুরো বাজছিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর| নাগরিকত্ব সংশোধনী বিল গৃহীত হয়েও চালু না হওয়ায় ক্ষুব্ধ তিনি| এই আইন চালু না হওয়ায় মতুয়ারা ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে না, অভিযোগ তার| স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর বদলা হিসেবে শান্তনু ঠাকুরের দিকে হাত বাড়ায় তৃণমূল| মন্ত্রীত্বের টোপ এবং বুলেটপ্রুফ গাড়িসহ জেড নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়। বিপদ বুঝে বিজেপি ঝাঁপিয়ে পড়ে।
শান্তনু ঠাকুর মানেই মতুয়া অধ্যুষিত চল্লিশটি আসন। মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা শান্তনুকে সোমবার রাতে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বোঝান। একটু নরম হন শান্তনু। কিন্তু, তা সত্ত্বেও অমিত শাহ জানুয়ারির তৃতীয় সপ্তাহে তার বঙ্গ সফরে বনগাঁয় মতুয়া সমাবেশে বক্তব্য রাখবেন। জানাবেন, পান্ডেমিক অবস্থা কাটলেই নাগরিকত্ব আইন চালু হবে। মতুয়ারা ভারতের নাগরিকত্ব পাবেন। মূলত, মতুয়া ভোট পেতেই বিজেপির এই কৌশল।
এছাড়াও মমতা বন্দোপাধ্যায় এর দুয়ারে সরকার প্রকল্পের বদলা হিসেবে বিজেপি নিয়ে আসছে দুয়ারে সোনার বাংলা প্রকল্প। চল্লিশটি দলে ভাগ হয়ে বিধানসভার ২৯৪টি কেন্দ্রে বিজেপি শিবির করবে- তারা ক্ষমতায় এলে কিভাবে সোনার বাংলা গড়বে তা মানুষকে বোঝানোর জন্যে।
Kazi
১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১২:৫৪This news is not important to me as Bangladeshi. It is Indian political news.