যদিও তিনি বলেছিলেন, কোনও পদ পাওয়ার মোহে তিনি বিজেপিতে আসেননি, কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল পদ দিয়ে পুরস্কৃত করল গেরুয়া শিবির। বছরের শেষদিনে তাঁকে করা হল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। মূলত দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর উদ্যোগেই শুভেন্দু এই পদ পেলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পুরস্কার। শুভেন্দু ইংরেজি বছরের প্রথমদিনে কাঁথিতে বিশাল জনসমাবেশ করছেন। এই সমাবেশে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথি পৌরসভার অপসারিত চেয়ারম্যান, শুভেন্দুর ভাই সৌমেন্দু। অনেক পুরপিতাও যোগ দিতে পারেন বিজেপিতে। শুভেন্দু বলেছেন, নিজের বাড়িতে পদ্মফুল ফোটানোর পর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দিদির বাড়িতেও পদ্মফুল ফোটাবো।
শুভেন্দুর এই ঘোষণায় যথেষ্ট কৌতুহলের সৃষ্টি হয়েছে।
Dr. Md. Abdur Rahman
৪ জানুয়ারি ২০২১, সোমবার, ৫:৩৩There is no any sign of Democracy in India !! Politicians, Judges,Businessmen, Administrators are sold like goat,sheep, cow etc.