× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

সড়কে ঝরলো ৭ প্রাণ

দেশ বিদেশ

বাংলারজমিন ডেস্ক
২ জানুয়ারি ২০২১, শনিবার

 গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নারসিংদীর বেলাবতে ৪, চকরিয়ায় ২ ও বরগুনায় ১ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত রয়েছে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
বেলাব (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী ও  এলাকাবাসী জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ও ঢাকা থেকে আল মোবারাকা (ঢাকা মেট্রো-ব-১৫-৭২৩৫) নামের আরেকটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারের উপর উঠে যায়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুুচড়ে যায় এবং প্রাইভেটকারের ভেতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।
চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (পিকআপ) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডাম্পার চালক মোহাম্মদ মানিক (২৬) নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর গাড়ির শ্রমিক তারেকুল ইসলাম বাবু (২২) নিহত হয়েছেন।
এ ঘটনায় আহতাবস্থায় আরো ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিছুর রহমান বলেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৫ যাত্রী।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা-বরইতলা সড়কের বরইতলা গোলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর