ভারত
কলকাতা কথকতা
শেষ মুহূর্তে সৌরভের মতবদল, হাসপাতালে আরও একদিন (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০১-০৬
হাসপাতাল ছুটি দিয়েছিল। উডল্যান্ডসের বাইরে ডজন দুয়েক ক্যামেরা অপেক্ষায় ছিল। স্ত্রী ডোনা কন্যা সানাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে এসেছিলেন। সৌরভের সঙ্গে যাওয়ার জন্য চিকিৎসক এবং নার্সের ব্যবস্থাও রেখেছিল উডল্যান্ডস কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল মতটা। সৌরভ নিজেই আরো একদিন হাসপাতালে থাকার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেন?
(বিস্তারিত শুনুন অডিওতে)
(বিস্তারিত শুনুন অডিওতে)