ওয়াশিংটনের ঘটনায় নরেন্দ্র মোদির নিন্দা, বললেন-গণতন্ত্রে এটা চলে না
ভারত
বিশেষ সংবাদদাতা, কলকাতা (১ মাস আগে) জানুয়ারি ৭, ২০২১, বৃহস্পতিবার, ৭:১৭ অপরাহ্ন
মার্কিন কংগ্রেসে ডনাল্ড ট্রাম্প ভক্তদের তাণ্ডব সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলেন তা দেখার জন্য অপেক্ষা করেছিল গোটা বিশ্ব। মোদি-ট্রাম্পের বন্ধুত্বের কথা সুবিদিত। মোদির নির্বাচনী প্রচারে আমেরিকায় হাউডি মোদি কিংবা ট্রাম্পের প্রচারে আহমেদাবাদে অনুষ্ঠানের স্মৃতি মানুষের মনে জাগরুক। কিন্তু ডনাল্ড ট্রাম্পের উস্কানিতে ওয়াশিংটন ডিসিতে হামলা সম্পর্কে মোদি রাজধর্মকেই প্রাধান্য দিলেন। মোদি এই ঘটনা সম্পর্কে টুইট করেন, নিন্দার ভাষা নেই। গণতন্ত্রে এটা চলে না। মোদির এই বক্তব্যকে বাইডেন সমর্থকরা তুলে ধরছেন ট্রাম্পের অগণতান্ত্রিক মনোভাব বোঝানোর জন্যে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Kazi
১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:০৩
Modi is carbon copy of Trump. This comment is not from his heart. Just to gain favor of new American government. Tricks.
Md. Harun al-Rashid
৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১১:২৩
চলে! সবই চলে! বিশেষ ধারা বিলুপ্ত করে পরিধেয় বস্রকেও শতছিন্ন করতে দ্বিধা হয় না। সেখানেও গনতন্ত্র ডুকরে ডুকরে কাঁদছে!
Kazi
১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:০৩Modi is carbon copy of Trump. This comment is not from his heart. Just to gain favor of new American government. Tricks.