× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু শনাক্ত ১০৭১

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২১, সোমবার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭৮১ জন। নতুন করে শনাক্ত 
হয়েছেন ১ হাজার ৭১ জন। এখন মোট করোনা শনাক্ত হলেন ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। শনিবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ, রোববার সেটি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, দেশে বর্তমানে ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১৪টি, জিন-এক্সপার্ট মেশিন রয়েছে ২৭টি। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে ৪০টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৭৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯২০টি। এখন পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ৫ হাজার ৯১২ জন এবং নারী ১ হাজার ৮৬৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৮ শতাংশ আর নারী ২৪ দশমিক শূন্য ২ শতাংশ। বয়স বিবেচনায় তাদের মধ্যে ৬০ বছরের উপরে রয়েছেন ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ২ জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৯ জন, ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৪ জন আর চট্টগ্রাম ও সিলেট বিভাগে রয়েছেন ১ জন করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর