× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সৌমিত্র এবার ক্যালেন্ডারে

বিনোদন

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, সোমবার

অপু, ফেলু, উদয়ন প-িত, ময়ূরবাহন, দেবদাস, ক্ষীদদা পর্দায় চরিত্রের বদল হলেও চরিত্রের রূপায়ণে একজনই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। জীবন জুড়ে নানা রকমের কাজ করে গিয়েছেন অভিনেতা। চলচ্চিত্রে রূপদান থেকে ছবি আঁকা,পত্রিকা সম্পাদনা করা, গল্প-কবিতা লেখা, কবিতা আবৃত্তি, সব মিলিয়ে সৌমিত্র মানেই ছিল চমক, একরাশ মুগ্ধতা। তিনি যে কাজই করুন না কেন, দক্ষতার সঙ্গে করেছেন। জীবনভর বিভিন্ন ধরনের কাজের পর আচমকাই চলে যান এই কিংবদন্তি শিল্পী। এবার তার স্মরণে ‘অপুর পাঁচালী’ শীর্ষক একটি ক্যালেন্ডার প্রকাশিত হতে চলেছে। আগামী ১৩ জানুয়ারি, স্পাইসেস এন্ড সসেস-এ ওই অনুষ্ঠান হবে বিকেল চারটেয়।
যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজের অলিগলি ঘুরে ওই ক্যালেন্ডার তার গুণমুগ্ধদের কাছে অন্যতম সংগ্রহ হয়ে উঠবে। সত্যজিৎ-এর সৌমিত্র থেকে মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, অসিত সেনদের হাত ধরে পরবর্তী প্রজন্মের সন্দীপ রায়, অতনু ঘোষ, অনীক দত্ত, শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে কাজ, সব কিছুতেই নতুন ভাবে মুগ্ধ করেন সৌমিত্র। ক্যালেন্ডারে রয়েছে সিনেমার পোস্টার, বুকলেটের ছবি। সব মিলিয়ে ওই ক্যালেন্ডার নানা ধারায় সৌমিত্রকে তুলে ধরা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর