× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রিসবেনে  ভারতীয় ক্রিকেট দলকে নিম্নমানের হোটেল,  সৌরভের হস্তক্ষেপে জট  কাটলো

ভারত

 বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) জানুয়ারি ১২, ২০২১, মঙ্গলবার, ৯:৩০ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেট দলের মেকশিফট অধিনায়ক আজিঙ্কা রাহানের ফোনটা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছিলো ভারতীয় সময় দুপুর নাগাদ।  ব্রিসবেনে ভারতীয় ক্রিকেট দলের জন্যে নির্ধারণ করা হয়েছে একটি নিম্নমানের হোটেল।  ফোনটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন সৌরভ।  কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে।  মূলত সৌরভের চেষ্টাতেই ভারতীয় ক্রিকেটারদের হোটেল বদল হয়।  তারা ব্রিসবেনে অপেক্ষাকৃত ভালো হোটেলে যান।  মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ চতুর্থ  টেস্ট খেলতে ব্রিসবেন পৌছায় আজিঙ্কা রাহানের দল।  বিমানবন্দরেই কোভিড বিধি নিয়ে ঝামেলা বাধে  ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে।  পরিণতিতে ভারতীয় দল  দেখে ব্রিসবেনে তাদের ঠিকানা হয়েছে একটি নিম্নমানের হোটেলে।  হোটেলটিতে রুম সার্ভিস নেই।  নেই  জিমন্যাসিয়াম।  সুইমিং পুল একটি আছে, কিন্তু তাতে বিনা অনুমতিতে নামা নিষেধ।  ভারতীয় বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পাদিত চুক্তি অনুযায়ী ভারতীয় দলের এমন হোটেলে থাকার কথা নয়।  হোটেলের লবিতে দাঁড়িয়েই আজিঙ্কা রাহানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেলিফোনে সব জানান।  সৌরভ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে ভারতীয় ক্রিকেটারদের  নতুন হোটেলে নিয়ে যাওয়া হয়। টিম ইন্ডিয়ার সদস্যরা  সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন আশু ব্যবস্থা নেওয়ার জন্যে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর