শেষের পাতা

শৈলকুপায় সড়কে পিষ্ট ৬ নির্মাণ শ্রমিক

ঝিনাইদহ প্রতিনিধি

২০২১-০১-১৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুরে গতকাল বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হন ৫ জন। হতহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বাড়ি সদর            
উপজেলার কলোমনখালী গ্রামে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। খবর পেয়ে পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা তাদের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হতাহতরা একটি নছিমন গাড়িতে বাড়ি ফিরছিল। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছালে রাস্তা খারাপ হওয়ায় পাশ দিয়ে (রং সাইড) গেলে প্রথমে তাদের বহনকৃত নছিমনকে পেছন থেকে আসা একটি পরিবহন ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। পরে অন্য একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যায় ৬ জন। এ ছাড়া ৫ জনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status