ফটিকছড়ি ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির চট্টগ্রাম-হেয়াকো সড়ক শান্তিরহাট বাজারের দক্ষিণ পাশে কালিকুম্ভা নামক স্থানে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আবদুল কাদের (৮০) (প্রকাশ: ঘটক কাদের) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের দাতঁমারা ইউপি'র পশ্চিম বড় বেতুয়া বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আবদুল কাদের একজন অসহায় লোক। তার সন্তানসন্ততি কেউ নেই। তিনি ভিক্ষা করে কোনমতে জীবন যাপন করছিল।
এ ব্যাপারে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, আব্দুল কাদের চোখে কম দেখতেন, রাস্তা দিয়ে হাটার সময় মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেলটি আটক করা হয়েছে। আব্দুল কাদের খুবই অসহায়, তার দাফনের জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।।