বাংলারজমিন
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২০২১-০১-১৫
রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবারক হোসেন (৪২) ও সহ-সভাপতি করিম হোসেন (৫১) নিহত হয়েছেন। মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে মোটরসাইকেলযোগে ভূলতা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নরসিংদীগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩১৮) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুর রহমান মাতব্বরের ছেলে ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করিম হোসেন মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।