× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে মেয়রকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জিন্দাবাজারের ব্যবসায়ীরা। তারা বলেছেন, এ সময়ের মধ্যে তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ১লা জানুয়ারি থেকে সিলেটের মডেল সড়ক কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। তার এই সিদ্বান্তের কারণে এখন জিন্দাবাজার অনেকটাই যানজটমুক্ত। কিন্তু এতে বাধ সেধেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি- রিকশা বন্ধ থাকার কারণে ব্যবসা কমে গেছে। এ কারণে চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন মার্কেটে সামনে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বধূবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম,  ব্লু ওয়াটার শপিং সিটির সাধারণ সম্পদাক মো. আলতাফ হোসেন, মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাজুওয়ান আহমদ, রাজা ম্যানশনের সভাপতি মাসুদ হোসেন খান, সিলেট প্রেস মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক, লতিফ সেন্টার মার্কেটের সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কাপ্তান মিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. রুপন খান, বধূবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, ব্লু ওয়াটার শপিং সিটির সহ-সভাপতি জুয়েল তালুকদার, রুপু মিয়া, আল মারজান মার্কেটের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- কামরুল ইসলাম, সাবুল মিয়া, তুরুন মিয়া, মো. সরফরাজ, আবু বক্কর টিটু, মো. ফরহাদ আহমদ, বেলাল আহমদ, সুজন আহমদ, রাসেল আহমদ। মানববন্ধনে বক্তারা বলেন- চৌহাট্টা থেকে কোর্ট পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচল করতে না দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর