× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গত ২১ বছরে এমন লজ্জায় পড়েনি বায়ার্ন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার

দ্বিতীয় বিভাগের দল হোলস্টাইন কিলের কাছে হেরে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলো ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখ। গত ২১ বছরে প্রথমবার জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো মিউনিখ জায়ান্টরা। জার্মান বুন্দেসলিগায় ১৫ ম্যাচ শেষে ১৯৮১ সালের পর সবচেয়ে বেশি গোল হজম করেছে বায়ার্ন। সেই রক্ষণ দুর্বলতাই কিলের বিপক্ষে ভুগিয়েছে তাদের।
এদিন টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে যায় বুন্দেসলিগায় এখনো অপরাজিত বায়ার্ন মিউনিখ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল ২-২ গোলে অমীমাংসিত। ম্যাচে দুবার এগিয়ে যায় বায়ার্ন। ১৪ মিনিটে সার্জ নাবরি এগিয়ে নেন বায়ানর্কে। ৩৭ মিনিটে হোলস্টাইন সমতা ফেরায় ফিন বার্টেলসের গোলে।
৪৮ মিনিটে লিরয় সানের গোলে বায়ার্ন আবারও এগিয়ে যায়। ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি। হোলস্টাইন স্কোরলাইন ২-২ করে ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। হাউকা বাহল হেড করে গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। টাইব্রেকারে দুই দলই নির্ধারিত পাঁচটি শটের প্রতিটিতেই গোল পায়। কিন্তু বায়ার্নের মার্ক রোকা মিস করেন সাডেন ডেথে।

ম্যাচ শেষে বায়ার্নের জার্মান তারকা টমাস মুলার বলেন, ‘আমরা ম্যাচটা হেরেছি তুলনামূলক দুর্বল হোলস্টাইনের কাছে। কিন্তু ম্যাচ জেতার জন্য যা যা করার, সবকিছুই আমরা করেছি। আমাদের ভুলগুলোর সদ্ব্যবহার করেছে তারা। হোলস্টাইনকে শ্রদ্ধা করেই বলছি, ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। তবে প্রতিপক্ষ বেশ ভালো খেলেছে। আমরা সুপার কাপ থেকে বিদায় নিলাম, যেটি মেনে নেয়া খুব কষ্টের।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর