× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘরের মাঠে হোঁচট খেলো আর্সেনাল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার

টানা তিন জয়ের পর ঘরের মাঠ এমিরেটসে হোঁচট খেলো আর্সেনাল। বৃহস্পতিবার প্রিমিয়ার লীগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করলো মাইকেল আর্তেতার দল।
ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল। পেনাল্টি এরিয়া থেকে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট ফেরান ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক গুয়াইতা। বিরতির আগে ভালো দু’টি সুযোগ পায় ক্রিস্টাল প্যালেসও। ফ্রি-কিক থেকে একদম পোস্টের কাছে বল হেড নেন জেমস টমকিন্স। দুর্ভাগ্যজনকভাবে সেটি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর বাঁ দিক থেকে পাওয়া ক্রস বক্সের মধ্যে হেড নেন ক্রিশ্চিয়ান বেনটেক। জোরালো সেই হেড প্রতিহত করেন আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনো।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোলকিপারকে কোনো পরীক্ষায়ই ফেলতে পারেনি স্বাগতিকরা।
৭৪তম মিনিটে কর্নারে বাইরে দিয়ে হেড নেন রবি হোল্ডিং।
৮৫ মিনিটে ক্রিস্টাল প্যালেসের উইলফ্রেড জাহা ডি-বক্সে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন। কিন্তু রেফারি সাড়া দেননি।
ক্রিস্টাল প্যালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারালো আর্সেনাল; চার ড্র ও এক হার।
১৮ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ১১তম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ১৩তম স্থানে ক্রিস্টাল প্যালেস।
১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড, ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যান সিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর