× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার

অনলাইন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
(৩ বছর আগে) জানুয়ারি ১৬, ২০২১, শনিবার, ৫:১৫ অপরাহ্ন

এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শনিবার সাভার পৌরসভা নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মাহবুব তালুকদার সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেন। বেলা ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দেন। এ সময় মাহবুব তালুকদার বলেন, একটি মাত্র কেন্দ্র ছাড়া কোথাও ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট আমি দেখতে পাইনি। একটি মাত্র দলের ছাড়া আর কারও পোস্টারও আমি দেখিনি। আমি আশা করেছিলাম নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
কিন্তু এটিকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের কমিশনের জন্যে স্বস্তির বিষয় হতো বলে জানান তিনি।
মাহবুব বলেন, যত যায়গায় যত পোস্টার দেখছি এখানেও একটি মাত্র দলের পোষ্টার ছাড়া বিরোধী কোন দলের পোস্টার আমি দেখছিনা। ভোটারের উপস্থিতি আমার কাছে আশাবাঞ্জক নয়। সরকার ও বিরোধীদল সকলের যদি পোলিং এজেন্ট ও পোস্টার দেখতাম তাহলে আমি আশাবাদী হতাম। যেহেতু সাভারে ইভিএম এ নির্বাচন হচ্ছে সেহতু ভোটার সংখ্যা কম হতে পারে, আমি তাতে বেশী কিছু ভাবি না। ভোটার সংখ্যা কম হোক আর বেশি হোক সেটা নয়, কিন্তু নির্বাচনটা যথাযথ হচ্ছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা।
দেশে বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার তথ্য তুলে ধরে মাহবুব তালুকদার বলেন, নির্বাচনী সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সহিংসতা আমাকে খুব কষ্ট দেয়। তিনি পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর