অনলাইন
মাধবপুরে ধানের শীষের প্রার্থী বিজয়ী
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
২০২১-০১-১৬
মাধবপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪১৫৬। এছাড়া নৌকার প্রার্থী শ্রীধাম দাশ তৃতীয় হয়েছেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলার ৯টি কেন্দ্রের প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।