× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন /হার্ভার্ডে চাকরির খবরে এনডিটিভি ছেড়ে ভারতের সাংবাদিক জানলেন ঐ বিভাগই নেই সেখানে

অনলাইন


(৩ বছর আগে) জানুয়ারি ১৬, ২০২১, শনিবার, ৭:৪৩ অপরাহ্ন

দুই দশকের বেশি সাংবাদিকতা করার পর এনডিটিভি-র চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতের প্রখ্যাত সাংবাদিক নিধি রাজদানের। সেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতা করার কথা ছিল। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, বাস্তবে হার্ভার্ড নয়, অনলাইন 'ফিশিং স্ক্যাম' এর খপ্পড়ে পড়েছেন। শুক্রবার টুইটারে এই কথা জানান তিনি। তারপরই ছড়িয়েছে চাঞ্চল্য। কীভাবে তার সাথে এত বড় প্রতারণা হলো সেই নিয়ে চলছে আলোচনা।

এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের কোন সাংবাদিকতা বিভাগই নেই। তাদের নথিতে নিধি রাজদানকে চাকরি দেওয়ার কোন তথ্যও নেই।

নিধি জানান, তিনি ভেবেছিলেন বিশ্বখ্যাত ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাকরি পেয়েছেন, কিন্তু কিছুটা সন্দেহ হয় যখন করোনার অজুহাত দিয়ে তার জয়েনিং ডেট সেপ্টেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ করা হয়৷ যদিও হার্ভার্ড বর্তমানে পুরোপুরি অনলাইন ক্লাস করাচ্ছে।

কিছু গোলমাল বুঝতে পেরে নিধি হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তার সঙ্গে 'তাদের' চাকরি সংক্রান্ত যে আলোচনা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান।
কিন্তু জানা যায়, পুরো বিষয়টাই ছিল ভুয়া, তিনি সাইবার অ্যাটাক এর শিকার হয়েছেন। ফিশিং এর শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নিধি। ফিশিং হচ্ছে এমন একটি সাইবার অ্যাটাক, যেখানে কারো সংবেদনশীল তথ্য হ্যাকার নিয়ে নেয় ফেইক কোনও ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে ।

অপরাধীদের শনাক্ত ও ধরার জন্য ইতিমধ্যেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন নিধি। তার বক্তব্যে অবশ্য স্পষ্ট নয় হার্ভার্ডের কোন স্কুল বা ফ্যাকাল্টি তাকে চাকরির প্রস্তুাব দিয়েছিল। হার্ভার্ডে কোনো সাংবাদিকতার বিভাগই নেই! আর এইচ আর বিভাগের যাদের নাম নিধি বলছেন তারাও হার্ভার্ডে কাজ করেন না। নিধিকে যে অফার লেটার পাঠানো হয়েছিল তার মধ্যেও অনেক ত্রুটি আছে বলে জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। অন্তত তিনটি পয়েন্ট এমন আছে যেগুলো সাধারণত হার্ভার্ডের অফার লেটারে থাকে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর