× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কেরানীগঞ্জে তিতাস গ্যাসের শুদ্ধি অভিযান / ২ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

বাংলারজমিন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, রবিবার

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের বকেয়া বিল উত্তোলন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের উদ্যোগে শুদ্ধি অভিযান চালানো হয়েছে। এতে গত ২ মাস ধরে চলমান এ অভিযানে অন্তত দুই শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে কেরানীগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন। তিতাস গ্যাসের চলমান এ কর্মসূচির আওতায় গতকাল শনিবার বন্ধের দিন এ অভিযান অব্যাহত থাকে। আজকের এ অভিযানে জিনজিরা এলাকার আমির চান কমিউনিটি সেন্টারসহ আরো বেশ কয়েকটি বাড়ির আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অভিযানের নেতৃত্ব দেন তিতাসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহজাদা ফরায়েজী, তিতাস গ্যাস জিনজিরা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী স্বাগতম সাহা ও কেরানীগঞ্জ তিতাসের সহকারী প্রকৌশলী আলী তারেক সাগর প্রমুখ।
তিতাস গ্যাস জিনজিরা অফিসের সহকারী প্রকৌশলী আলী তারেক সাগর বলেন, আমরা চাই কেরানীগঞ্জের একজন গ্রাহকও  যেন তিতাসের বিল বকেয়া না রাখে। একই সঙ্গে কোনো অবৈধ সংযোগও যেন না থাকে। সে লক্ষ্যে তিতাসের এ অভিযান চলমান থাকবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর