বিশ্বজমিন

মারকেলের দল সিডিইউয়ের নতুন নেতা নির্বাচিত

মানবজমিন ডেস্ক

২০২১-০১-১৭

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস-এর (সিডিইউ) নতুন নেতা নির্বাচিত হয়েছেন মধ্যপন্থি আরমিন ল্যাসচেট। মারকেলের পর তিনিই জার্মানিতে এই দলটির নেতৃত্ব দেবেন। এ পদে ল্যাসচেটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু’প্রার্থী। ভার্চ্যুয়াল কনফারেন্সে আয়োজিত সেই ভোটের লড়াইয়ে নির্বাচিত হলেন নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ল্যাসচেট। উল্লেখ্য, ১৬ বছর দলের হাল ধরার পর আগামী সেপ্টেম্বরে দলীয় প্রধানের পদ থেকে সরে যাচ্ছেন অ্যাঙ্গেলা মারকেল। এরপরই ওই পদে আসছেন আরমিন ল্যাসচেট। এই নির্বাচনে তিনি রক্ষণশীল ব্যবসায়ী ফ্রেড্রিক মার্জ’কে ৫২১-৪৬৬ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে এর আগের রাউন্ডে পরাজিত হন তৃতীয় প্রার্থী নরবর্ট রোটজেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status