বসিরহাটের সাংসদের স্বল্পবসনা একটি ছবি। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিতর্কে থাকতে যে ভালোবাসেন নুসরাত জাহান তার পরিচয় ছবির পরতে পরতে। ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে, তিনি প্রায় অর্ধনগ্ন হয়ে সোফায় বসে মোবাইল নিয়ে পোজ দিচ্ছেন। তার অন্য হাতে ধরা একটি সাদা চশমা। গোপনাঙ্গের ট্যাটু দেখা যাচ্ছে। স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে, অভিনেতা যশ দাশগুপ্ত’র সঙ্গে সম্পর্কের রটনার মাঝে এই ছবি যেমন বিতর্কের ঢেউ তুলেছে, তেমনই অনেকে আবার নুসরাতের সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে তারিফের থেকে সমালোচনার সুরটিই বেশি। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, আইফোন কেনার পয়সা আছে, প্যান্টি কেনার পয়সা নেই?
ইঙ্গিত অবশ্যই নুসরাতের খোলামেলা নিম্নাঙ্গের দিকে। নুসরাত বলছেন, যা খুশি ওরা বলে বলুক। ব্যক্তিগত পছন্দ - অপছন্দ আমার নিজস্ব। লোকের কথায় কর্ণপাত করতে আমি রাজি নই। নুসরাতের এই বক্তব্যের জবাবে এক নেটিজেন লিখেছেন, নুসরাত ভুলে যাবেন না, আপনি একজন জনপ্রতিনিধিও বটে। তাই সামাজিক দায়দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না।
।
MD.MIZANUR RAHMAN
১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৬:১৪THER ARE SOSITAY ONLY LIKE THAT