× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে মানবতার দেয়ালে শীতবস্ত্র

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

গাজীপুরে ‘মানবতার দেয়াল’ নাম দিয়ে সেখানে প্রতিদিনই ঝুলিয়ে রাখা হয় নতুন আর পুরনো শীতবস্ত্র। যেখান থেকেই যে কেউ গিয়ে নিয়ে যাচ্ছেন শীত বস্ত্র। গরিবদের পাশাপাশি কষ্টে থাকা ও নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণির যাদের শীতবস্ত্র কেনার অর্থাভাব রয়েছে, হাত পেতে অন্যের কাছ থেকে চেয়ে নিতে পারেন না, সংকোচবোধ করেন তাদের জন্যই টানানো হয়েছে মানবতার দেয়াল।
এর মূল উদ্যোক্তা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সখিনা আক্তার জানান, সংগঠনের গাজীপুর মহানগর শাখা আয়োজিত ‘মানবতার দেয়াল’ গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় উদ্বোধন করা হয়েছে আরো এক সপ্তাহ আগে। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য- এমন মূলমন্ত্রকে ধারণ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সংগঠনের ও এলাকার প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে পুরানো এবং নতুন শীতবস্ত্র সংগ্রহ করে ঝুলিয়ে রাখা হয় ওই মানবতার দেয়ালে। প্রতিদিনই অন্তত বিশটি করে শীতবস্ত্র সংগ্রহ করে  করে ঝুলিয়ে রাখা হয়। এই মহৎ উদ্যোগে কেউ কেউ পুরানো কাপড় যেমন দিচ্ছেন, তেমনি অনেকে আবার নতুন বস্ত্র দিয়েও শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন।
কেউ যদি মনে করেন বিব্রত হতে চাননা বা লজ্জাবোধ করেন, তাহলে ইচ্ছে করলে কেউ রাতের আঁধারেও এসে মানবতার দেয়ালে ঝুলিয়ে রাখা শীতবস্ত্র নিজেদের প্রয়োজনমতো নিয়ে যেতে পারেন। তবে কেউ যেনো একাধিক বস্ত্র নিয়ে না যায়, সে অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগের সঙ্গে মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শহীদুল্লাহ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজীব হায়দার সাদিমসহ অনেকেই আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসছেন। তিনি আরো জানান, আমরা মনে করি মানুষের জন্য নেয়া যেকোনো মহৎ উদ্যোগ যেমন মানুষ খুশি হয় তখনই মহান সৃষ্টিকর্তাও খুশি হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর