ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার
ক্যাম্পে ১৬ শুটার
খেলা
স্পোর্টস রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২১, সোমবার
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছেন শুটিং স্পোর্টের তারকারা। গত ৯ই জানুয়ারি থেকে গুলশান শুটিং কমপ্লেক্সে রাইফেল ও পিস্তল ইভেন্টে অনুশীলন করছেন ১৬ জন শুটার। আগামী ২৯ ও ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পদক জয়ের প্রত্যাশায় অনুশীলন করছেন তারা। রাইফেল ইভেন্টে রয়েছেন আবদুল্লাহ হেল বাকী, রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, রিসালাতুল ইসলাম, আতকিয়া হাসান দিশা, মনিকা আহমেদ, সাবরিন চৌধুরী রিতিকা ও নাফিসা তাবাসসুম
এবং পিস্তল ইভেন্টে রয়েছেন শাকিল আহমেদ, আবদুর রাজ্জাক, সাব্বির আলামিন, নুর হোসেন আলিফ, আরদিনা ফেরদৌস আঁখি, আনজিলা আমজাদ, নিলুফার ইয়াসমিন ও আরমিন আশা। দলের ক্যাম্প কমান্ডার মোস্তাক ওয়াইজ এবং সহকারী ক্যাম্প কমান্ডার হিসাবে রয়েছেন সাবেক সোনাজয়ী শুটার শারমিন আক্তার রত্না।