ইন্সটাগ্রামে ম্যারিনার রয়েছে ৫ লাখেরও বেশি ফলোয়ার। তার বর্তমান স্বামী (সৎছেলে) ভ্লাদিমিরের বয়স যখন ৭ বছর তখন থেকেই তাকে চেনেন তিনি। তার বাবা অ্যালেক্সির সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ম্যারিনার। এক পর্যায়ে তারা বিয়ে করেন। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর অ্যালেক্সিকে ডিভোর্স দিয়ে ম্যারিনা বিয়ে করেন সৎছেলে ভ্লাদিমিরকে।
অ্যালেক্সির দাবি, তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এলে ম্যারিনা তার ছেলেকে প্রলুব্ধ করেছে। ভ্লাদিমিরের এর আগে কোনো প্রেমিকাও ছিল না বলে জানান তার বাবা। বলেন, আমি বাড়িতে থাকার সময়েও তারা যৌন সম্পর্কে জড়াতে দ্বিধা করতো না। আমি তাকে ক্ষমা করে দিতে পারতাম, যদি সে আমার ছেলের সঙ্গে যৌনতায় না জড়াতো। আমি যখন ঘুমিয়ে থাকতাম তখন সে আমার ছেলের বিছানায় যেতো। এরপর এমনভাবে ফিরে আসতো যেনো কিছুই হয়নি।
ম্যারিনা ও ভ্লাদিমিরের কন্যা সন্তানের জন্ম হয় রাশিয়ার ক্রাস্নোদার হাসপাতালে। কোভিড পরিস্থিতির জন্য তার নতুন স্বামী সেখানে উপস্থিত ছিলেন না। ম্যারিনা তার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। জানিয়েছেন, নাম রাখা নিয়ে আলোচনা চলছে।
ম্যারিনা সোশ্যাল মিডিয়ায় আগেও তার সৎ সন্তানকে বিয়ে করা নিয়ে সরব ছিলেন। তিনি জানিয়েছিলেন, অনেকেই আমাকে আমার নতুন তরুণ স্বামীর জন্য মেকাপ ব্যবহার করতে বলেছিলেন। কিন্তু সে আমার প্রেমে পড়েছে, আমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে। আমি যা তাই আমি তাকে দেখাতে চাই।
বিকৃত মস্তিস্কে সব্ সম্ভব
যাদের ধর্মই ঠিক নাই তাদের বাবা মা সন্তান কে কার সাথে সম্পর্ক করল তা দেখে কি লাভ। তবে ঐ মহিলা তো তার মা অথবা তার বাবার স্ত্রী, সে কিভাবে তাকে বিয়ে করল।
ইসলামে সৎ ছেলে বা মেয়ের সাথে বিয়ে হারাম।
পালক পুত্র আর সৎ ছেলে দুটো ই সমান।অতএব এটা করা যায়।
sob khobor na dewatai valo
সাংবাদিক ভাই, এসব খবর দেশের সব তরুনদের কাছে যত দ্রুত সম্ভব পৌছিয়ে দিতে হবে।
Md.Shahid Talukder
১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৩:৫৬No religion no obstacle. Nothing is son and mother daughter and father brother and sister. when you hv no religion then u can do anything. sex makes a man & woman crazy , where as non Muslim Male & females are moving & doing sex like a animal so here anything can be happened. No family values nothing has taught from family.