× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হাওরে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্য সচেতনতা প্রচারণা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

কিশোরগঞ্জের হাওরে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইন্সটিটিউট। বুধবার হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে একযোগে এই প্রচারণা চালানো হয়। এ উপলক্ষে তিন উপজেলায় পৃথক সচেতনতা র‌্যালির আয়োজন করা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আয়োজিত সচেতনতা র‌্যালিতে প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বিপুলসংখ্যক স্থানীয় কৃষক, মৎস্যজীবী, চিকিৎসক, সাংবাদিক, কৃষিপণ্যের ডিলার, কৃষি, প্রাণী ও মৎস্য অফিস/দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন। মিঠামইনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, ইটনায় উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এবং অষ্টগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম সচেতনতা র‌্যালিতে নেতৃত্ব দেন। হাওরে স্থানীয়ভাবে এই কার্যক্রমে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ফ্যামিলি টাইস। হাওর ও চর উন্নয়ন ইন্সটিটিউটের প্রফেসর ড. মো. আব্দুস সালাম, প্রফেসর ড. মো. মুখলেসুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ রমিজ উদ্দীন, প্রফেসর ড. মো. জুলফিকার রহমান, প্রফেসর ড. গোলাম ফারুক, প্রফেসর ড. হারুন অর রশীদ ও প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সমন্বয়ে গঠিত তিনটি টিম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কিশোরগঞ্জ টিম এবং ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী তিন উপজেলার এই সচেতনতা প্রচারণায় উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর