বাংলারজমিন

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে হত্যা

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

২০২১-০১-২১

 দক্ষিণ আফিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে  নোয়াখালীর এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে পিটিয়ে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। নিহত আবদুল হক (৩০) জে লার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়ির রফিক উল্যার ছেলে। তিনি এক সন্তানের জনক। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবদুল হক ৮ বছর যাবৎ জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছেন। ৪ মাস আগে বাড়িতে এসে আবার পাড়ি জমান আফ্রিকায়। মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী স্কুলের বাউন্ডারির ভেতর নির্জন স্থানে।  সেখানে তাকে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে নিহতের লাশ ব্রিক্সটন পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার সাথে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। অপরদিকে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সে মঙ্গলবার তার স্ত্রীকে তালাক দেয়ার কথা ছিল।
এ জন্য বাড়িতে টাকাও পাঠিয়েছিল। তার স্ত্রীর অনেক স্বজন সাউথ আফ্রিকাতে অবস্থান করছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে কিংবা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। এদিকে নিহতের মৃত্যুর খবর বাড়ি এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status