× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজেদের শিরোপা প্রত্যাশী ভাবতে নারাজ ‘কামব্যাক কিং’ ম্যানইউ

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা নিজেদের দলকে ডাকে ‘কামব্যাক কিং’ নামে। পরিসংখ্যানও সমর্থকদের পক্ষেই কথা বলছে। ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসে সবচেয়ে বেশি ৩৮৯ ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ার রেকর্ড ইউনাইটেডের। পিছিয়ে পড়েও সর্বশেষ জয়টা রেড ডেভিলরা পেয়েছে বুধবার রাতে। ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে ওলে গানার সুলশারের দল।

এডিনসন কাভানি ও পল পগবার গোলে জেতা ম্যাচে ম্যানইউ গড়েছে আরো এক রেকর্ড এবং ছুঁয়েছে নিজেদেরই গড়া মাইলফলক। এই রেকর্ডটাও ‘কামব্যাক কিং’য়ের তকমা সংক্রান্ত। ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসে ম্যাচে প্রথম গোল হজম করেও জয় নিয়ে ম্যানইউ মাঠ ছেড়েছে ৯৪ বার! প্রতিপক্ষের মাঠে লীগ ম্যাচে অপ্রতিরোধ্য রেড ডেভিলরা। টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার নিজেদের রেকর্ডটাই স্পর্শ করেছে ম্যানইউ।
জয় ১৩ ম্যাচে এবং ড্র ৪টি। এর আগে ইউনাইটেড টানা ১৭ অ্যাওয়ে লীগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত।

মৌসুমের মাঝমাঝিতে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানইউ। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তবে এখনই শিরোপা নিয়ে ভাবতে নারাজ ম্যানইউ কোচ ওলে গানার সুলশার। এই নরওয়েজিয়ান কোচ বলেন, ‘মৌসুমের এই পর্যায়ে এসে শীর্ষ দলকে সবাই শিরোপা প্রত্যাশী ভাববে এটাই স্বাভাবিক। তবে আমাদের ভাবনাটা এরকম নয়। আমরা শুধু ম্যাচ বাই ম্যাচ নিয়েই পরিকল্পনা করছি। শেষ পর্যন্ত কার ঘরে শিরোপা উঠবে সেটা এই মৌসুমে অনুমান করা কঠিন হবে।’

ফুলহ্যামের মাঠে পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে ম্যানইউ। স্বাগতিকদের লিড এনে দেন অ্যাডেমোলা লুকম্যান। প্রথম পাঁচ মিনিটের মধ্যে এ নিয়ে ৪ ম্যাচে গোল হজম করল ইউনাইটেড। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। ২১তম মিনিটে এডিনসন কাভানির গোলে সমতা ফেরায় সুলশারের দল। চলতি মৌসুমে ইউনাইটেডে যোগ দেয়া এই উরুগুইয়ান স্ট্রাইকার চার অ্যাওয়ে ম্যাচেই পেলেন গোলের দেখা। ইউনাইটেডের প্রথম ফুটবলার হিসেবে অভিষেকের পর প্রথম চার অ্যাওয়ে লীগ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার তিনি। ৬৫ মিনিটে দারুণ এক গোলে ম্যানইউর জয় নিশ্চিত করেন পল পগবা। ডিবক্সের বাইরে থেকে জায়গা বানিয়ে গোল করেন এই ফরাসি মিডফিল্ডার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর