কলকাতা কথকতা
কলকাতা কথকতা
কোভ্যাকসিন নয়, কলকাতায় দ্বিতীয় দফাতেও এল কোভিশিল্ড
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০১-২১
যাবতীয় উৎকণ্ঠার অবসান হল। পুনে থেকে কলকাতায় এসে পৌছালো কোভিশিল্ড এর দ্বিতীয় দফার কনসাইনমেন্ট। গো এয়ারের বিমানে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড পৌছাতেই হাফ ছেড়ে বাচলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা। আশংকা ছিল সিরাম ইনস্টিটিউট পারবে কিনা সরবরাহ করতে। কিন্তু ৬ লাখ ডোজ কোভিশিল্ড এসে পৌছানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ কেটেছে। পশ্চিম বাংলায় মোট ১২ লাখ মানুষকে অর্থাৎ কোভিড যোদ্ধাদের প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে। ৮ লাখ ভ্যাকসিন আগেই এসেছিল। ৬ লাখ দ্বিতীয় দফায় পৌছালো অর্থাৎ, ১৪ লাখ ভ্যাকসিন পশ্চিম বাংলার জন্যে বরাদ্দ। ২৮ দিনের মধ্যে ভ্যাকসিন পৌছাতে হবে জেলাগুলিতে। পর্যাপ্ত সময় থাকায় নিশ্চিন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিমানবন্দর থেকে পুলিশের পাইলট ভ্যানের প্রহরায় ভ্যাকসিন পৌছেছে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স-এ। এবার তা কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার অপেক্ষায়।