অনলাইন
বদলে গেল ফেসবুকের নাম, মেলানিয়া চলে গেলেন আর্কাইভে
অনলাইন ডেস্ক
২০২১-০১-২১
ক্ষমতার দৃশ্যপট বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল মেলানিয়ার ফেসবুক পেজের নামও। এই একদিন আগেও যার ফেসবুক পেজের নাম ছিল ‘ফার্স্ট লেডি মেলানিয়া’। ট্রাম্প প্রেসিডেন্ট থাকায় তিনি ছিলেন ফার্স্ট লেডি। আর সে অনুযায়ী নাম হয়েছিল সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোর। এখন সেই অ্যাকাউন্টের নাম বদলে হয়েছে ‘ফ্রার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আর্কাইভড’। এই নতুন নামেই ফেসবুক পেজে মেলানিয়াকে এখন তার ফলোয়াররা খুঁজে পাবেন। ফেসবুক অথরিটির সেই নোটিফিকেশন ইতিমধ্যেই পৌঁছে গেছে তার ফলোয়ারদের কাছে।