বাংলারজমিন

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা আসামিদের গ্রেপ্তার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

২০২১-০১-২২

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচতি কাউন্সির তরিকুল ইসলাম খানের  হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খানম হাসি।
গতকাল দুপুরে নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে নিহত কাউন্সিলর তরিকুলের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী হাসিনা খানম হাসি। এ সময় তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, খুনের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামি ধরছে না। আসামিরা অন লাইনে এক্টিভ থেকে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের দিন থেকেই পুলিশ আমাদের অসহযোগিতা করছেন। ঘটনার সময় শহীদগঞ্জ কেন্দ্রে আমার স্বামী বার বার প্রিজাইডিং অফিসারের রুমে ঢুকতে চাইলে পুলিশ তাকে সেখানে ঢুকতে দেয়নি। পুলিশ ভিতরে ঢুকতে দিলে হয়তো এমন হত্যাকাণ্ড ঘটতো না। ভোট কেন্দ্রের মধ্যে ছুরি মেরে তারা চলে গেলো  পুলিশ তাদের ধরলো না। আবার মামলা দেয়ার পরও এজাহারভুক্ত আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ থাকলেও পুলিশ তদের ধরছে না। বরং আমার স্বামীকে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী বলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুনি শাহাদৎ হোসেন বুদ্দিন রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আমার স্বামী কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করেননি তিনি গ্রাম পঞ্চায়েতের মনোনায়নে নির্বাচন করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status